বিশেষ প্রতিবেদক:
২০ হাজার ইয়াবাসহ উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ফয়েজুল হক ফয়েজকে আটক করেছে পুলিশ। এ সময় জব্দ করা হয় দুইটি মোটর সাইকেল।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে কুতুপালং এলাকা থেকে তাকে আটক করা হয়। অভিযানকালে ফয়েজের আরো ৩ সহযোগি পালিয়ে গেছে।
আটক যুবলীগ নেতা ফয়েজ স্থানীয় মৃত সিরাজুল হকের ছেলে। তার বিরুদ্ধে ইয়াবা ও অস্ত্র ব্যবসাসহ অনেক অভিযোগ রয়েছে।
সে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি থাকাকালে ইয়াবাসহ নানা অবৈধ ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে পড়ে বলে স্থানীয়রা জানিয়েছে।
উখিয়া থানার ওসি মোঃ আবুল খায়ের ফয়েজুল হক ফয়েজকে আটকের সংবাদ নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দুইটি মোটর সাইকেলে করে ফয়েজসহ আরো তিনজন ইয়াবার একটি চালান পাচারের জন্য নিচ্ছিল। গোপন সংবাদে তল্লাসি চালিয়ে ২০ হাজার ইয়াবাসহ ফয়েজকে হাতেনাতে আটক করা হয়েছে।
এ সময় সঙ্গে থাকা আরো তিন সহযোগি পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। তবে, তাদের ব্যবহারের মোটর সাইকেল দুইটি জব্ধ করা হয়েছে। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।