হাফিজুল ইসলাম চৌধুরী:
মুজিব ছিলো মুজিব আছে মুজিব থাকবে!
ওই তো তাঁকে দেখা যায়!
মুজিব! মুজিব!
জনকের নাম এত সহজে কি মুছা যায়?
আজ রক্তাক্ত ১৫ আগস্ট। সেই কলঙ্কিত কৃষ্ণ দিন। রক্তের অক্ষরে লেখা ধন্য সেই মহামানবের বিয়োগব্যথায় বিহ্বল হওয়ার শোকাবহ দিন। যাঁর নামের উপর রৌদ্র ঝরে। চিরকাল গান হয়ে নেমে আসে শ্রাবণের বৃষ্টিধারা। যাঁর নামের উপর কখনো ধুলো জমতে দেয় না হাওয়া। বাঙালির হাজার বছরের ইতিহাসের শ্রেষ্ঠতম সেই পুরুষ তিনি। কে সেই জন? তিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী সর্বকালের শ্রেষ্ঠ বাংলা মায়ের সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৯৭৫ সালের এই কৃষ্ণদিনে বাংলাদেশ হারিয়েছে এই মহামানবকে। জাতি হারিয়েছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালিকে। আর আমরা হারিয়েছি আমাদের জনক কে।
তবে সেই সিংহ হৃদয় আর লৌহ মানবের মিশেলে প্রখর ব্যক্তিত্ব বঙ্গবন্ধুর দৈহিক বিনাশ ঘটলেও তার আদর্শের বিচ্যুতি ঘটতে পারেনা। তাঁর মৃত্যু নেই। চিরঞ্জীব সেই মহামানব। মানুষ মরে যায়, কিন্তু আদর্শ মরে না। বঙ্গবন্ধু শুধু মাত্র একজন ব্যক্তি নয়। বঙ্গবন্ধু হাজার জনমের বর্ণীল আর স্বপ্নিল আদর্শের অন্য আর এক নাম। অবিনশ্বর সেই আদর্শ। সেই আদর্শে চলুন এগিয়ে যাই। ঘাতকের বুলেট আমাদের জাতির জনক কে কেড়ে নিয়ে ভেবেছিল আমাদের মাঝ থেকে বঙ্গবন্ধুকে কেড়ে নিয়েছে। তার আদর্শ আর দেশ প্রেম কেড়ে নিয়েছে। ঐ সব নির্বোধরা বোধ হয় জানেনা-
“ভালবাসায় যারা বেঁচে রয়, মৃত্যু তাদের ছোঁয় না।”
লেখক: হাফিজুল ইসলাম চৌধুরী- সাংবাদিক ও ছাত্রলীগ নেতা।