জনকের লাশ

প্রকাশ: ১৫ আগস্ট, ২০১৭ ০৯:৫৩

পড়া যাবে: [rt_reading_time] মিনিটে


আলী প্রয়াস

মধ্য আগস্টে মৃত্যুক্ষুধা নিয়ে ভেঙে পড়ে বাংলার আকাশ

নেমে আসে অজানা অগ্নিছায়া

কতিপয় হায়েনার ক্ষুধার্ত নখ আঁচড় কাটে জাতির হৃৎপিণ্ডে!

সিঁড়িতে জনকের লাশ;

লাশ নয়, এ যেন পড়ে থাকা রক্তাক্ত-বিধ্বস্ত বাংলাদেশ

বাংলার বুকে ধারণ করা সবচেয়ে ভারী ও বিশ্বস্ত―এ লাশ বঙ্গবন্ধুর;

আমাদের ভৌগলিক অস্থিত্বের সবচেয়ে উদ্দীপক উপস্থিতি―এ লাশ শেখ মুজিবের;

ছাপ্পান্ন হাজার বর্গমাইল জুড়ে পড়ে থাকা যেন এক দেবশরীর।

আগস্ট মানেই আমার কাছে অসমাপ্ত সকাল;

                মানচিত্র ফোঁড়ে বেরিয়ে যাওয়া বুলেটবিদ্ধ চিৎকার

আগস্ট মানেই রক্তের স্রোতে ভেসে যাওয়া বেহুলাভূমি

                             নীল বেদানায় উচ্চারিত সহমর্মী শোক।

সিঁড়িতে রক্তের দাগ;

দাগ নয়, এ যেন নেতৃত্বঘাতী বিপদগামীর খণ্ডিত মুহূর্ত

কিন্তু ওরা তো জানে না, সময়ের চেয়েও তুমি অধিক বেগবান,

                                   ইতিহাস থেকেও অনেক বড় ও মহান

তাই তোমাকে মুছতে পারেনি চিল-শকুন

তুমি হয়ে ওঠলে পুরাণের সেই অমোঘ পাখি

যে কিনা আগুনের ভস্ম থেকে বার বার জন্ম নেয়া অক্ষয়-অমর প্রতিচ্ছবি!

আগস্ট আসে, আগস্ট চলে যায়, কালান্তরে দ্যুতি ছড়ায় তোমার প্রাজ্ঞ পরিচয়

যতই যাচ্ছে সময় ততই তুমি হয়ে ওঠছো

                                 বাঙালির বিশ্বাসের বিরল সত্তা

হয়ে ওঠছো আমাদের প্রণতির প্রাত্যহিক পুরুষ।

তাইতো খুনিদের শত উল্লাস ও আস্ফালন ভেদ করে

রাজা চতুর্থ লুইয়ের মতো

           কেবল তুমিই সদর্পে বলতে পারো―‘আমিই মুজিব, আমিই রাষ্ট্র’।

আলী প্রয়াস, 01819422618, ali.proyas2010@gmail.com