আবুল আলী, টেকনাফ:
টেকনাফের পাহাড়ে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতি মামলার পলাতক আসামী ও রোহিঙ্গা ডাকাত সর্দার আবদুল হাকিমের ডাকাতের ৩ সহযোগীকে গ্রেপ্তার করেছে টেকনাফ মডেল থানার পুলিশ।
পুলিশ সূত্র জানা যায়, সোমবার ভোররাতে পৌরসভার পুরান পল্লানপাড়া পাহাড়ি এলাকা থেকে পুলিশের এসআই মহির খানের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে আবদুল হাকিম ডাকাতের ৩ সহযোগীকে গ্রেপ্তার করা হয়।
আটককৃতরা হলেন, পুরান পল্লানপাড়ার লাল মিয়ার ছেলে জাহেদ হোসেন (২৫), আবুল বশরের ছেলে আবসার(২১), আবু হানিফের ছেলে জামাল উদ্দিন (২৩)।তাদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মামলা রয়েছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইন উদ্দিন খাঁন জানান, গোপন তথ্যের ভিত্তিতে টেকনাফের পাহাড়ে অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতি মামলার ৩ পলাতক আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।