সিবিএন:
কক্সবাজার শহরতলীর পূর্ব লারপাড়া এলাকা থেকে মোঃ ইউনুস (২৫) নামের এক যুবককে দুই হাজার ইয়াবাসহ আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টীম। সোমবার (১৪ আগষ্ট) সকাল সাড়ে ৮ টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের নোঙর মাদকাশক্তি নিরাময় কেন্দ্রের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক যুবক একজন পাচারকারী। ইয়াবাসমূহ সে পাচারের জন্য নিচ্ছিল। তার বিরুদ্ধে ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (১) এর ৯ (খ) ধারায় কক্সবাজার মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোমেন মন্ডল। তিনি জানান, গোপন সংবাদে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে হাঁটুর নিচে টেপ দ্বারা মোড়ানো ৪০ টি ছোট পলি প্যাকেট হতে মোট ২০০০ ইয়াবা ট্যাবলেট উদ্বার করা হয়। অভিযানকালে ইন্সপেক্টর ধননজয় চন্দ্র দেবনাথ উপস্থিত ছিলেন।
কক্সবাজারে দুই হাজার ইয়াবাসহ যুবক আটক
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।