সোয়েব সাঈদ :
কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ¦ সাইমুম সরওয়ার কমল বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখেছিলেন, তা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই বাস্তবায়ন হচ্ছে। জাতির জনক না হলে যেমন বাংলাদেশকে ভাবা যায় না, তেমনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছাড়া উন্নয়নশীল বাংলাদেশের কথা কল্পনা করা যাবে না। বাংলাদেশ এখন উন্নয়ন, অগ্রযাত্রায় বিশে^র বিস্ময়। আওয়ামীলীগ যখনই ক্ষমতায় এসেছে এদেশে দারিদ্র দূরীকরণসহ মানুষের ভাগ্য পাল্টে গেছে। ডিজিটাল বাংলাদেশ গড়ার সফল কারিগর শেখ হাসিনার নেতৃত্বে আগামীতে একটি বিশ^মানের উন্নয়নশীল দেশে রুপ নেবে বাংলাদেশ। এজন্য শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তিগত জ্ঞানে আরো বেশী উৎকর্ষতার সাথে এগিয়ে যেতে হবে।
সাংসদ কমল রবিবার (১৩ আগষ্ট) দুপুরে ক্সবাজার সদর উপজেলা ঈদগাও ফরিদ আহমদ কলেজে ১৫ আগষ্ট জাতির জনকের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আয়োজিত শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু তালেব, সাধারণ সম্পাদক মাহমুদুল করিম মাদু, কক্সবাজার জেলা যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক হুমায়ন কবির চৌধুরী হিমু, ঈদগাহ সাংগঠনিক উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবু হেনা বিশাদ, সদর উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি মিজানুল হক প্রমূখ।
অধ্যাপক এছারুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় অধ্যাপক জসিম উদ্দিন, অধ্যাপক হায়দার আলী, অধ্যাপক শফিকুল ইসলাম বক্তব্য রাখেন।
আলোচনা সভায় সাংসদ কমল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ইতিহাস তুলে বক্তব্য রাখেন। এতে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।