]রামু প্রতিনিধি :
কক্সবাজারের রামুতে পৃথক অভিযানে বাংলা মদসহ দুজনকে আটক করেছে ৫০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)।
বিজিবি কর্তৃক প্রেরিত প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, রবিবার (১৩ই আগষ্ট) বিকাল পাঁচটায় ৫০ বিজিবির নায়েক সুবেদার নজরুল ইসলাম এর নেতৃত্বে রামু নাইক্ষ্যংছড়ি সড়কের রাবার বাগান এলাকায় অভিযান চালিয়ে ৫৫ লিটার মদসহ মোহাম্মদ একরাম (২৪), পিতা- মোহাম্মদ হোছেন, মোহাম্মদ সাদ্দাম হোসেন (২২), পিতা- ছব্বির আহমদ নামে দুজনকে আটক করে। তাদের উভয়ের বাড়ী কক্সবাজার আলীর জাহাল ও সিকদারপাড়া এলাকায়। এদিকে শনিবার (১২ই আগষ্ট) রাত ৯টার দিকে ৫০ বিজিবির হাবিলদার শ্রী বিমল চন্দ্রের নেতৃত্বে রামু চেরাংঘাটা বাকখাঁলী নদীর তীর এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১২০ লিটার বাংলা মদ জব্দ করা হয়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।