সিবিএন:
কক্সবাজার সদর উপজেলাধীন পৌর এলাকার লাইটহাউজ পাড়ার নৌবাহিনীর বেইজ ক্যাম্প এলাকার সন্নিকটস্থ সরকারি খাস পাহাড়ে অবৈধভাবে নির্মিত অতি ঝুঁকিপূর্ণ পাঁচটি ঘর উচ্ছেদ করা হয়েছে।
আজ সদর উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) পংকজ বড়ুয়া এবং কক্সবাজার জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ এর নেতৃত্বে উক্ত অভিযান পরিচালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার সদর ইউনিয়ন ভূমি অফিসের ভূমি উপ-সহকারী কর্মকর্তা ছৈয়দ নূর এবং কক্সবাজার ১০ ব্যাটালিয়ন আনসারের সদস্যরা।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।