বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা বিকাল ৪টায় জেলা বিএনপির কার্যালয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অধ্যাপক আজিজুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এড. মোঃ ইউনুছের সঞ্চালনায় অনুষ্টিত হয়। উক্ত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন-জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক আবছার কামাল, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা আবদুল্লাহ আল মামুন, কক্সবাজার পৌর সভাপতি হাজী আবদুর রহিম, উখিয়া উপজেলার আহবায়ক আবদুল মালেক মানিক, চকরিয়া উপজেলা সভাপতি নুরুদ্দোজা জনি, পেকুয়া উপজেলা আহবায়ক আহসান উল্লাহ, রামুর সভাপতি মনছুর আলম, পেকুয়ার যুগ্ম আহবায়ক আহসান উল্লাহ খোকন, সদর উপজেলা যুগ্ম আহবায়ক সোলায়মান বাদশা, রামু উপজেলার সাধারণ সম্পাদক শাহজাহান, চকরিয়া পৌর সাধারণ সম্পাদক মনছুর আলম, চকরিয়া পৌর সহ-সভাপতি বাহাদুর আলম, কক্সবাজার পৌর শাখার সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, চকরিয়া উপজেলার সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন লাল্টু। জেলা সভাপতি অধ্যাপক আজিজুর রহমান বলেন আগামী ১৯ আগষ্ট প্রতিষ্ঠা বার্ষিকী সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ হয়ে অত্যন্ত জাকঝমক, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ ভাবে বাস্তবায়ন করার জন্য সকলের প্রতি আহবান জানান। সকলের মতামতের ভিত্তিতে আগামী ১৯ আগষ্ট প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের কর্মসূচী সিদ্ধান্ত গৃহীত হয়। কর্মসূচী: সকাল ভোর ৬টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, দুপুর ৩টায় জেলা বিএনপি অফিস হতে এক বর্ণাঢ্য র্যালী এবং কেক কাটা উৎসব। উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন-জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল মালেক, হামিদ উদ্দিন, চকরিয়া উপজেলার সাধারণ সম্পাদক মহিউদ্দিন পুতু, যুগ্ম সম্পাদক দিদারুল ইসলাম, পেকুয়ার যুগ্ম আহবায়ক ওয়াহিদুল ইসলাম, কক্সবাজার পৌর শাখার যুগ্ম সম্পাদক জরিপ আলী, সহ-সাধারণ সম্পাদক মোর্শেদ আলম, কক্সবাজার পৌর ১নং ওয়ার্ড সভাপতি মনির, ২নং ওয়ার্ড সভাপতি আবছার, ৪নং ওয়ার্ড সভাপতি সাইদু, ১২নং ওয়ার্ড সভাপতি মিজানুর রহমান, ৫নং ওয়ার্ড সভাপতি সালামত উল্লাহ, ৯নং ওয়ার্ড সভাপতি জসিম উদ্দিন প্রমুখ। উক্ত প্রস্তুতি সভায় পেকুয়া উপজেলার আহবায়ক আহছান উল্লাহ সন্ত্রাসী কর্তৃক অপহরণ এবং ইদগাহ সাংগঠনিক উপজেলার আহবায়ক হারুন কে সন্ত্রাসী হামলার প্রতিবাদে জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে নিন্দা প্রস্তাব গৃহীত হয় এবং দোষীদের অবিলম্বে গ্রেফতারের জন্য প্রশাসনের প্রতি জোর আবেদন জানানো হয়।
কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।