বান্দরবান প্রতিনিধি:
বান্দরবান জেলার দুর্গম থানচি উপজেলা থেকে পাহাড়ি দুর্গম এলাকা থেকে নাফাখুম যাবার পথে সাংগু নদীর বড়ইয়াংরে চং-এ নৌকা ডুিবতে এক শ্রমিক নিখোঁজ হয়েছেন। রোববার বেলা আড়াইটা দিকে থানচি থেকে তিন্দু গ্রোপিং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মানাধীণ ভবনের নির্মাণ সামগ্রী রড নিয়ে যাচ্ছিল ওই শ্রমিক। বিকেল ৩টা নাগাদ বড়ইয়াংরে নামক স্থানে পৌঁছালে নদীতে পানির শ্রোতে মাল বোঝাই নৌকাটি ডুবে যায়। ফলে এক নির্মাণ শ্রমিক নিখোঁজ হন। তার নাম জানা যায়নি। তবে নিখোজ শ্রমিককে উদ্ধারে পুলিশ ও বিজিবির সদস্য অভিযানে নেমেছেন।
তিন্দু গ্রোপিং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণের উপঠিকাদার থানচি এলজিইডির ৪র্থ শ্রেণীর কর্মচারী মোহাম্মদ রোকন মিঞা বলেন, নিখোঁজ শ্রমিকের বাড়ি জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলায়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।