নিজস্ব প্রতিবেদকঃ
\১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে উখিয়ার ৫ ইউনিয়নে সংসদ সদস্য আলহাজ্ব আবদুর রহমান বদির উদ্যোগে স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়েছে। এমপি বদির অর্থায়নে ইতিমধ্যে কাঙ্গলী ভোজের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। উখিয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক নুরুল হুদা জানান, উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আবদুর রহমান বদি প্রতি বছরের মত জাতির পিতা বঙ্গবন্ধুর মাগফেরাত কামনায় এই বছরও প্রায় ১৫ হাজার গরীব-দুঃস্থ মানুষকে খাওয়ানোর ব্যবস্থা করেছেন। তিনি আরো জানান, কাঙ্গালী ভোজ সফল করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। উখিয়া উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ইমাম হোসেন জানান, স্থানীয় যুবলীগ নেতা-কর্মীদের সাথে ১৫ আগস্ট সফল করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। সেই সাথে যুবলীগের কর্মসূচির পাশাপাশি প্রতিটি ইউনিয়নের মাননীয় সংসদ সদস্যের উদ্যোগে আয়োজিত কাঙ্গালী ভোজে যুবলীগের নেতা-কর্মীরা সক্রিয় সহযোগিতা করবে। উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আবদুর রহমান বদি জানান, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকীতে উখিয়া-টেকনাফের প্রতিটি ইউনিয়নে কাঙ্গালী ভোজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এসব কর্মসূচীর সফলতার জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।