গত ৯ আগস্ট কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক সাগর দেশ, দৈনিক সৈকত, দৈনিক আলোকিত উখিয়া, দৈনিক আমাদের কক্সবাজার পত্রিকায় ‘ইনানী থেকে শামুক ঝিনুক পাচার হচ্ছে’ শীর্ষক সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে।
সংবাদটি সম্পূর্ন মিথ্যা বানোয়াট ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রনোদীত। প্রকৃত ঘটনা হচ্ছে আমরা কিছু দিন পূর্বে দক্ষিণ বনবিভাগ থেকে নিলামকৃত শামুক ঝিনুক ক্রয় করি। উক্ত শামুক ঝিনুক কক্সবাজারের বিভিন্ন স্থানে বিক্রয় করি।
জালিয়া পালং ইউনিয়নের মকলছুর রহমান ছেলে আহমদ হোসেন, নুরু আহাম্মদের ছেলে ইউনুছ, ছৈয়দ আহমদ প্রকাশ বাবুল মিয়ার ছেলে মোস্তাক আহামদ, ছয়দ আলম প্রকাশ ছৈয়দের ছেলে আব্দুসালাম আমাদের কাছ থেকে চাঁদাদাবী করেন।
উক্ত চাঁদা না দেয়াই আমিও অবৈধ ভাবে সাগর থেকে শামুক ঝিনুক উত্তোলন করে বিক্রয় করে যাচ্ছি বলে মিথ্যা অপপ্রচার চালানোর চেষ্টা করছে। এমন কি সংবাদের একাংশে আমাকে ইয়াবা ব্যবসায়ী সাঁজানোর অপপ্রয়াস চালিয়েছে। আমি একজন ক্ষুদ্র শামুক ঝিনুক ব্যবসায়ী। এই ব্যবসা করে কোন রকম পরিবার পরিজন নিয়ে দুমোটু খাবার খেয়ে সম্মানের সাথে জীবন যাপন করছি।
মূলত যারা আমাকে নিয়ে মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছে তারাই প্রকৃত পক্ষে এলাকায় মধ্যে চিহ্নিত মাদক ব্যবসী ও নানা ধরনের অপকর্মের সাথে জড়িত রয়েছে। প্রশাসন যদি তাদের অপকর্ম তদন্ত করে তাহলে বেরিয়ে আসবে অনেক অজানা তথ্য।
আমি আবারো উক্ত মিথ্যা সংবাদের তীব্র প্রতিবাদসহ নিন্দা জানাচ্ছি। এবং এই মিথ্যা সংবাদের বিষয়ে প্রশাসনসহ কাউকে বিব্রত না হওয়ার জন্য অনুরোধ করছি।
প্রতিবাদকারী
নুর আহাম্মদ
পিতা-মাহামুদুল্লাহ
জালিয়া পালং-উখিয়া-কক্সবাজার।