নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজার জেলা পরিষদ সদস্য ও পেকুয়া উপজেলা যুবলীগ সভাপতি জাহাঙ্গীর আলম ও তার চার ভাইকে আটক করেছে র্যাব।
রবিবার (১৩আগস্ট) ভোর সাড়ে পাঁচটার দিকে পেকুয়া সদর ইউনিয়নের চৌমুহনীস্থ যুবলীগ নেতার নিজ বাড়ী থেকে তাদের আটক করে র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের একটি অভিযানিক দল। আটক অপর চারজন হলেন, আলমগির, আজমগির, কায়ুউম ও বাপ্পী।
আটকের সত্যতা নিশ্চিত করে র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের অধিনায়ক মেজর রুহুল আমিন বলেন, আগ্নেয়াস্ত্র মজুদের গোপন খবরে ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় জাহাঙ্গীরের বাড়ীর একটি কক্ষ থেকে দুটি দেশীয় তৈরি বন্দুক (এলজি), তার শয়ন কক্ষ থেকে একটি একনলা (লম্বা) বন্দুক, দশ রাউন্ড তাজা গুলি ও নগদ ১৭লাখ টাকা উদ্ধার করা হয়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।