প্রেস বিজ্ঞপ্তি:
বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজের সাবেক কেন্দ্রীয় সংগঠন সচিব, কক্সবাজার জেলা নেজামে ইসলাম পার্টি ও ইসলামী ঐক্যজোটের সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ ইয়াছিন হাবিব বলেছেন, ইসলামী ছাত্রসমাজ একটি ঐতিহ্যবাহী নিষ্কলুষ দ্বীনি ছাত্র সংগঠন। এ সংগঠনের নেতা-কর্মীদেরকে আদর্শিক শিক্ষাগত যোগ্যতা ও সাংগঠনিক দক্ষতা অর্জনের মাধ্যমে সকল বাঁধার প্রাচীর ভেঙ্গে অভিষ্ট লক্ষ্যপানে এগিয়ে যেতে হবে।
তিনি ১১আগষ্ট, জুমাবার বাদে আছর বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ কক্সবাজার জেলা শাখার নিয়মিত সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
জেলা সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুরের সভাপতিত্বে অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জেলা ইসলামী ছাত্রসমাজের নির্বাহী সদস্য মুহাম্মদ দিদারুল আলম, রামু উপজেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ আতাউল্লাহ, রাজারকুল ইউনিয়ন সভাপতি মুহাম্মদ আব্দুল করিমসহ বিভিন্ন শাখার নেতৃবৃন্দ।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।