শাহেদ মিজান, সিবিএন:
পুলিশের স্টিকার লাগানো একটি জীপ গাড়িকে চ্যালেঞ্জ করে প্রতারক চক্রের তিন সদস্যকে আটক করেছে র‌্যাব কক্সবাজার ক্যাম্পের সদস্যরা। এসময় তাদের কাছ থেকে ১০ লাখ টাকা ও দু’বোতল ফেন্সিডিলও উদ্ধার করা হয়। শুক্রবার রাত ১১টার দিকে লিংকরোড র‌্যাবের চেক পোষ্টে তল্লাশী করে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- ফরিদপুর সদরে আলীপুর খাঁ পড়ার মো. মোশারফের পুত্র মোঃ সাকির হোসেন ওরভে সোহেল (৩১), রাজবাড়ীর গোয়ালন্দ থানার জোয়ান মোল্লাপাড়ার বিশ্বনাথের পুত্র হরে কৃষ্ণ ভক্ত (২৬) ও একই এলাকার মো. আলা উদ্দীনের পুত্র মো. জুয়েল রানা (৩১)

র‌্যাব কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর রুহুল আমিন জানান, লিংকরোড র‌্যাবের চেকপোস্ট পার হওয়াকালে সন্দেহ হলে গাড়িটিকে চ্যালেঞ্জ করা হয়। চ্যালেঞ্জ করে তাদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা প্রতারক হিসেবে চিহ্নিত হয়। এসময় গাড়ি তল্লাশী করে দু’বোতল ফেনন্সিডিল ও দশ লাখ টাকা উদ্ধার করা হয়। প্রতারণায় ব্যবহৃত গাড়িটিও ( জীপ গাড়ী যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো ব-১১-৪৩০৯) জব্দ করা হয়।

র‌্যাব কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর রুহুল আমিন বলেন, গাড়ীর সামনের গ্লাসে পুলিশ ষ্টীকার লাগিয়ে প্রতারনা করে আইশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ইয়াবা ট্যাবলেট (মাদক) দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে থাকে ওই চক্রটি। আটককৃতদের কক্সবাজার সদর মডেল থানায় সোপর্দ করে মামলা দায়ের করা হয়েছে।