নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার সদর থানা পুলিশ শহরের চিহ্নিত ছিনতাইকারী আবদুর শুক্কুর শুক্কুরকে (২৬) আটক করেছে। সে উখিয়া কোট বাজার কোয়ারাপাড়া এলাকার মৃত মোঃ রফিকের ছেলে। বর্তমানে সে সমিতি পাড়া শফিকের কলোনীর ভাড়াটিয়া।
কক্সবাজার সদর থানার ওসি রনজিত কুমার বড়ুয়া জানান, গত ১১ আগষ্ট রাত সাড়ে ৮টার দিকে ভারুয়াখালীর ব্যবসায়ী রমজান সুগন্ধাস্থ ঝিনুক মার্কেটের দোকান বন্ধ করে টমটমে করে কলাতলী সুগন্ধার মোড় হয়ে টেকপাড়াস্থ ভাড়া বাসায় ফিরছিল। আসার পথে শৈবালের মোড়ে পৌঁছালে একই টমটমে থাকা যাত্রী বেশী ছিনতাইকারী আবদুর শুক্কুরসহ তার সহযোগী পলাতক মেহেদী, রুবেল ও জাহাঙ্গীর মিলে ছুরির মুখে রমজানের মোবাইল ও সাড়ে ১০ হাজার টাকাছিনিয়ে নেয়। রমজান বাধা দিলে ছিনতাইকারী শুক্কুর ও তার সহযোগীরা রমজানকে বেদম প্রহার করে। রমজান ও গাড়ীর ড্রাইভারের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে রমজানকে আটক করে। খবর পেয়ে থানার এসআই সামছুদ্দিন চৌধুরী সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে শুক্কুরকে হাতেনাতে গ্রেফতার করে। ধৃত শুক্কুরের দেহ তল্লাশী করে ছিনতাই কাজে ব্যবহৃত ০২টি ধারালো ছোরা, ইতিপূর্বে ছিনতাই করা বিভিন্ন ব্যাংকের ক্রেডিট কার্ড ও ০২টি মোবাইল ফোন উদ্ধার করে।
ওসি রনজিত কুমার বড়ুয়া জানান, ধৃত ছিনতাইকারী শুক্কুর ও পলাতকদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা রুজু করা হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।