অনলাইন ডেস্ক:
লম্বা, সুদর্শন, তারপর আবার সরকারি চাকরিজীবী। যে কোনো নারীর মন জয় করার জন্য সবই তার রয়েছে। এমন এক ভারতীয় পুলিশ অফিসারের ছবি বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তাকে এতোটাই সুদর্শনের সঙ্গে তুলনা করা হচ্ছে যে, ভারতীয় গণমাধ্যমের খবর, মধ্যপ্রদেশের এই পুলিশ অফিসারকে দেখলে বহু মেয়ের রাতের ঘুম উড়ে যাব!
নাম শচীন অতুলকার। উজ্জয়িনীর এই পুলিশ সুপার ইতিমধ্যে তার সুপার ফিট চেহারা দিয়ে বহু মানুষের মন জয় করে ফেলেছেন। ফেসবুক, টুইটারে তার ছবি ছড়িয়ে পড়ার পর অনেক নারীই বলছেন, সরকারি চাকরি না করে তিনি বলিউডে যেতে পারতেন।
মাত্র ২২ বছর বয়সে আইপিএস হয়েছেন শচীন। নিজেকে ফিট রাখার জন্য বডি বিল্ডিং করেন, যোগ ব্যায়ামও। পাশাপাশি তিনি সোনার মেডেল জয়ী ভারতের জাতীয় স্তরের ক্রিকেট খেলোয়াড়। হর্স রাইডিংয়েও স্বর্ণপদক পেয়েছেন তিনি।
ইতোমধ্যে মধ্যপ্রদেশের পুলিশ বিভাগের ফিটনেস আইকন হয়ে গেছেন শচীন। যেখানেই তিনি যাচ্ছেন, তাঁর সঙ্গে সেলফি নিতে হাজির হয়ে যাচ্ছেন অনেকে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।