পরিত্যক্ত ঘোষণা জরুরী —-
আনোয়ার হোছাইন ঈদগাঁও :
কক্সবাজার সদরের বৃহত্তম বাণিজ্যিক এলাকা ঈদগাঁও সদর ইউনিয়ন পরিষদের ভবনটিতে ব্যাপক ফাটল ধরেছে ।যে কোন সময় ধ্বসে পড়ে প্রাণহানির আশংকা রয়েছে।সরে জমিনে দেখা যায়, যুগ যুগ ধরে ঈদগাঁও বাজারস্থ ইউপি ভবনটিতে পরিষদের নিয়মিত কার্যক্রম চলে আসছে।বিগত কয়েক বছর পূর্ব থেকেই ভবনের বিভিন্ন অংশে বড় ধরণের ফাটল দেখা গেছে।ঐ ঝুঁকিপূর্ণ বস্থায় অব্যাহত রয়েছে স্বাভাবিক কাজ।তারপরও সংশ্লিষ্ট কতৃপক্ষ ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করেনি। বিশেষ করে দেশ জুড়ে সরকার অত্যাধুনিক সুবিধা সম্বলিত ইউপি ভবন তৈরী করলেও অতি গুরুত্বপূর্ণ অত্র পরিষদের ভাগ্যে জুটেনি এ বহুতল ভবন।যার জন্য ইউনিয়নের লাখো জনগণকে পোহাতে হচ্ছে চরম দূর্ভোগ । জরাজীর্ণ এ ভবনটি বাজার ও প্রধান সড়ক থেকে নীচু হওয়াতে বর্ষা মৌসুমে পার্শ্ববর্তী ঈদগাঁও নদীর ঢলের পানিতে সপ্তাহর পর সপ্তাহ ডুবে থাকে।যার দরুণ একদিকে ভবনে ব্যাপক ফাটল ,অন্যদিকে বর্ষায় ডুবে থাকা ও জায়গার অপ্রতুলতার কারণে চরম ঝুকিতে জনসাধারণকে সেবা নিতে হচ্ছে ।অন্যদিকে বিকল্প ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে জন প্রতিনিধিদের দায়ীত্ব পালন করতে হচ্ছে ।উপরোক্ত বিষয়ে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা পন্কজ বড়ুয়ার (উপজেলা সহকারী ভূমি কমিশনার ) সাথে কথা হলে জানান,চেয়ারমেন প্রতিবেদন দিলে সংশ্লিষ্ট কতৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।অন্যদিকে চেয়ারমেন জানান ইতিপূর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করার পর উপজেলা প্রকৌশলী সরেজমিনে পরিদর্শন করে গেছেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।