জালাল আহমদ,ঢাবি থেকে:
বঙ্গবন্ধুর আজীবন স্বপ্ন ছিল স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে বাঙ্গালি জাতির রাজনৈতিক মুক্তি নিশ্চিত করা।এ স্বপ্ন বাস্তবায়ন করতে গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বার বার জেল খেটেছেন।কিন্তু কখনো মানসিকভাবে ভেঙ্গে পড়েন নি।জেল খানায় থেকেও তিনি একজন আদর্শ পিতার ভূমিকা পালন করেছন।তিনি রেনুর (স্ত্রী) মাধ্যমে পরিবারের খোজ খবর রাখতেন।শেখ হাসিনার পড়াশোনার খবরও রাখতেন।কারাগারে বঙ্গবন্ধু ফুলের বাগান করতেন।তিনি কারাগারে বই লিখেছেন। সেই বই গুলো পড়লে বোঝা যায় বঙ্গবন্ধু কত অসাধারণ সাহিত্যিক ছিলেন। রাজনীতি ও সংসার চালানোর জন্য তিনি ইস্পাহানী ইন্সুরেন্স কোম্পানিতে চাকুরী করেছেন।রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন করতে গিয়ে তিনি ৩য় শ্রেণীর ট্রেনে চড়ে জেলায় জেলায় সফর করেছেন।আজ যখন দেখি ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি বিমানে চড়ে পাবনায় রাজনৈতিক সফরে যান, তখন আমাদের মনে প্রশ্ন জাগে বঙ্গবন্ধুর কি এমন ছাত্র সংগঠন চেয়েছিলেন? ছাত্রলীগের বর্তমান গোলমাল অবস্থা দেখে ব্ঙ্গবন্ধুর আত্মা কবরে কষ্ট পাচ্ছে। আজ বিকালে রাজধানীর শাহবাগে পাঠক সমাবেশ কেন্দ্রে রবিন আহসান এর উদ্যোগে শামিম আরা মুন্নির সঞ্চালনায় সাহিত্য আড্ডায় বক্তব্য রাখেন একাত্তর টিভির সিনিয়র সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজা, এটিএন নিউজের সাংবাদিক প্রভাষ আমিন, ডিবিসির সাংবাদিক প্রণব সাহা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন ড. মো: সেলিম , পরিতোষ বড়ুয়া প্রমুখ।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।