নিজস্ব প্রতিবেদক :
রামু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ও জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা মুসরাত জাহান মুন্নি বলেছেন, ‘বঙ্গবন্ধু এবং বাংলাদেশ অবিচ্ছেদ্য দুটি শব্দ- একটি ছাড়া অপরটিকে কল্পনা করা যায় না।’ তিনি বলেন, ‘১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে স্বাধীনতা বিরোধী চক্র বাংলাদেশের স্বাধীনতা ও জাতিসত্তাকে হরণ করতে চেয়েছিল, কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ তা হতে দেয়নি।’ বৃহস্পতিবার (১০ আগস্ট) সন্ধ্যায় রামুর গর্জনিয়া ইউনিয়নে বঙ্গবন্ধু ছাত্রপরিষদের উদ্যোগে শোক ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব
কথা বলেন। ১৫ আগস্ট বাংলার মানুষ ঘরে ঘরে শোক দিবস পালন করে, বঙ্গবন্ধুর চেতনায় নতুন করে উজ্জীবিত হয় বলে মন্তব্য করেছেন মুসরাত জাহান মুন্নি। তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন নিন্মমধ্য আয়ের দেশে উন্নীত হয়েছে এবং এ দেশের উন্নয়ন যাত্রা যখন বিশ্বের কাছে রোল মডেল হিসেবে বিবেচিত হয়েছে তখন স্বাধীনতা বিরোধী পরাজিত শক্তি আবার জঙ্গি কার্যক্রমের মাধ্যমে এ উন্নয়নের অগ্রযাত্রাকে বাধাগ্রস্থ করার নীলনকশায় লিপ্ত রয়েছে। তবে বাঙালি জাতি তা কখনও হতে দিবে না। তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে অবদান রাখতে- আগামী জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৩ আসনে নৌকার প্রার্থীকে ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান। গর্জনিয়া উচ্চবিদ্যালয় মিলনায়তনে আয়োজিত উক্ত সভায় বঙ্গবন্ধু ছাত্রপরিষদ
নেতা ইকবাল হোসাইন স্বাধীনের সভাপতিত্বে বক্তব্য দেন, নাইক্ষ্যংছড়ি উপজেলা ছাত্রলীগের সভাপতি বদুর উল্লাহ বিন্দু, রামু উপজেলা বঙ্গবন্ধু
ছাত্রপরিষদের সভাপতি একরামুল হাসান ইয়াছিন, সাধারণ সম্পাদক আব্দুল মোত্তালিব রায়হান, গর্জনিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হাফিজুল ইসলাম চৌধুরী ও গর্জনিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক সরওয়ার কামাল। যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন গর্জনিয়া ইউনিয়ন বঙ্গবন্ধু ছাত্রপরিষদ নেতা ইনজামাম উল হক চৌধুরী ও আজিজ মওলা। এসময় গর্জনিয়া ইউনিয়ন শ্রমিকলীগের আহবায়ক শাহরান চৌধুরী মারুফ, নাইক্ষ্যংছড়ি কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মুমিনুল আলম মুমু, বঙ্গবন্ধু ছাত্রপরিষদের রামু উপজেলা সহসভাপতি সাজ্জাদুল করিম মুন্না, সিনিয়র যুগ্ম আহবায়ক মঈনুল হোসাইন, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম চৌধুরী, উপদপ্তর সম্পাদক রিদুয়ান, যোগাযোগ বিষয়ক সম্পাদক আবদুল্লাহ বিন জায়েদ প্রমূখ উপস্থিত ছিলেন।
‘বঙ্গবন্ধু ছাড়া বাংলাদেশ কল্পনা করা যায় না’
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।