এম. আবদুল হক, হ্নীলা:
হ্নীলা বাস স্ট্যান্ডে যানজট প্রতিনিয়ত লেগেই আছে। যত্রতত্র গাড়ি পার্কিংও সুষ্ঠু ব্যবস্থপনার অভাবেই এ যানজটের তৈরি। ফলে পথচারীদের ভোগান্তি বেড়েই চলছে। হ্নীলা চৌমুুহনীর প্রধান সড়কের উভয় পার্শ্বে সিএনজি, মাইক্রোবাস, মাহিন্দ্র,জীপ টমটম, অটোরিক্সা এলোমেলো পার্কিং, বিভিন্ন ফলের পসরা সাজিয়ে ছোট ছোট দোকান, তরকারী ও পান বিতান এ যানজটের মূল কারণ বলে ভোক্তভোগী পথচারীদের অভিযোগ। পাশাপাশি মুল সড়কের সাথে যুক্ত পুরাতন বাজার সড়কে নিয়মিত যাতায়াত করে হ্নীলা হাইস্কুল,শাহ্ মজিদিয়া মাদ্রাসার শত শত ছাত্র ছাত্রী সহ হ্নীলা বিজিবি ক্যাম্প,কাষ্টম্স্ অফিস, ভূমি অফিস, পোষ্ট অফিসের কর্মকর্তা, কর্মচারী সহ ইউনিয়ন পরিষদের আসা যাওয়া হাজার হাজার লোক। পক্ষান্তরে বিপরীতে পানখালী সড়কে রয়েছে হাসপাতাল, জামেয়া দারুস্সুন্নাহ, ফরেষ্ট অফিস, পানখালী প্রাইমারি স্কুল, নাফ মেরিট মাল্টিমিডিয়া স্কুল। এসব প্রতিষ্ঠানে নিয়মিত যাতায়াতে যানজটের কারণে পড়তে হচ্ছে চরম বিড়ম্বনায়।
ককসবাজার-টেকনাফ সড়কের দুই পার্শ্বে বেড়ে উঠা হ্নীলা চৌমুহনী টেকনাফ উপজেলার সুপ্রাচীন মফস্বল শহর। এ শহরকে কেন্দ্র করে গড়ে উঠছে জেলার নামকরা শিক্ষা প্রতিষ্ঠন। আরো আছে উপজেলার প্রাচীন ইতিহাসে গৌরব উজ্জ্বল রাজনৈতিক ইতিহাস। শিক্ষা, দীক্ষা ও সামাজিক পর্যায়ে প্রথম অবস্থান ধরে রেখে এগিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী এই হ্নীলা।
স্থানীয়রা মনে করছেন, টেকনাফ উপজেলার এ শ্রেষ্ঠত্ব কোন প্রতিফলন চোখে পড়ছেনা হ্নীলা ইউনিয়নের প্রাণকেন্দ্র খ্যাত হ্নীলা বাস স্টেশনে। জনপ্রতিনিধি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুষ্ঠু বাজার ব্যবস্থাপনার নজরাদারি প্রয়োজন আছে বলে মনে করেন স্থানীয় সচেতন মহল।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।