খালেদ হোসেন টাপু, রামু

কক্সবাজারের রামু উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১০ আগষ্ট উপজেলা পরিষদ মিলানায়তনে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সমন্বয় সভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলম।এতে স্বাগত বক্তব্য রাখেন নির্বাহী অফিসার মোঃ শাহাজান আলী। বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান আলী হোসেন কোম্পানী মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন।উপজেলা প্রকৌশলী এল.জি.ই.ডি মোঃ জাকির হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা শিরীন ইসলাম, শিক্ষা কর্মকর্তা আনজুমান আরা বেগম, গর্জনিয়া চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, চাকমারকুল চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার, ফতেখাঁরকূল চেয়ারম্যান ফরিদুল আলম, খুনিয়া পালং চেয়ারম্যান আব্দুল মাবুদ, ঈদগড় চেয়ারম্যান ফিরোজ আহমদ ভূট্টো, রশিদনগর চেয়ারম্যান এম.ডি শাহ আলম, জোয়ারিয়ানালা চেয়ারম্যান কামাল শামশু উদ্দিন আহমেদ প্রিন্স, কাউয়ারখোপ চেয়ারম্যান মোস্তাক আহমদ, রাজারকুল চেয়ারম্যান মুফিজুর রহমান, কচ্ছপিয়া চেয়ারম্যান আবু ইসমাইল মোঃ নোমান, দক্ষিণ মিঠাছড়ি চেয়ারম্যান ইউনূছ ভুট্টো, সমবায় কর্মকর্তা সেলিম উল্লাহ, আনসার ভি.ডি.পি কর্মকর্তা ফরিদুল আলম, কৃষি কর্মকর্তা আবু মাসুদ ছিদ্দিকি, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, জনস্বাস্থ্য উপসহকারী দিপ শিখা চাকমা, উপজেলা একাডেমী সুপারভাইজার মোঃ তৈয়ব, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ ইয়াছিন আরাফাত, সহকারী প্রকৌশলী মোঃ আলাউদ্দিন, নির্বাচন অফিসার মাহফুজুল ইসলাম প্রমুখ ।

উপজেলা চেয়ারম্যান রিয়াজু বলেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার। সাম্প্রতিক সময়ে বন্যায় ক্ষতিগ্রস্থ এলাকা সমূহ সংস্কার ও রামুর উন্নয়ন কাজকে তরান্বিত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।