পেকুয়ায় শিক্ষা বিস্তারেও উপজেলা চেয়ারম্যান রাজু অনন্য দৃষ্টান্ত রাখলেন। এ চিত্র কিন্তু দেশের অন্যান্য উপজেলায় সচারাচর দেখা যায়না।দীর্ঘদিন ধরে নিরলসভাবে সমাজসেবার পাশাপাশি শাফায়াত আজীজ রাজু পুরো উপজেলায় শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছেন। তার এই কর্মজজ্ঞ অবশ্যই প্রশংসার দাবীদার। পেকুয়া উপজেলার প্রাথমিক সমাপনী,এবতেদায়ী,জে এস সি/ জে ডি সি/ এস এস সি/ দাখিল পরীক্ষায় A + প্রাপ্ত ২৬৬ জন কৃতি শিক্ষার্থীদের আজ বিকালে উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত এক অনুষ্টানের মাধ্যমে সর্বমোট ৪লাখ টাকা বৃত্তি প্রদান করা হয়েছে। শিক্ষা বিস্তারে উপজেলা চেয়ারম্যান রাজুর এ ধরনের উদ্যোগ আগামীতে অব্যাহত থাকুক এটাই প্রত্যাশা রইল।
ছবি ও প্রতিবেদন: মুহাম্মদ গিয়াস উদ্দিন, পেকুয়া