কামাল শিশির, রামু (কক্সবাজার ) :

কক্সবাজার রামুর গর্জনিয়া – বেলতলী বাজার সড়কের রবি টাওয়ার সংলগ্ন স্টেশনে ১০ আগষ্ট দুপুর ১২টায় স্কুল ছাত্রী ইয়াসমিনের গায়ে গাছ পড়ে গুরতর আহত হয়েছে ।

প্রাপ্ত তথ্যে প্রকাশ, একই এলাকার জনৈক সৈয়দ কাশেম সড়কের পাশে গাছ কেটে মাটিতে ফেলার সময় মাঝিরকাটা এলাকার মো: মহিবুল্লার শিশু কন্যা এ দূর্ঘটনার শিকার হন । গুরুতর আহত স্কুল ছাত্রী ইয়াসমিন(৮) মাঝিরকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণীর ছাত্রী । আহত শিশু কন্যা স্কুল ছাত্রীর পিতা মহিবুল্লাহ জানান, তার কন্যাকে প্রথমে নাইক্ষ্যংছড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশংকা জনক হওয়ায় কর্তব্যরত ডাক্তাররা তাকে কক্সবাজার সদর হাসপাতালে রেপার করেন । বর্তমানে সে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে । তাহার চিকিৎসা নিশ্চিত ও দ্রুত রোগ মুক্তি কামনা করেছেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হুমায়ুন কবির সহ এলাকাবাসী ।