জাহাঙ্গীর আলম,টেকনাফ :

টেকনাফের হোয়াইক্যং হাইওয়ে পুলিশ সড়কে তল্লাশী চালিয়ে অভিনব কায়দায় পাচারের সময় ইয়াবা বড়ি ও সিএনজিসহ এক চালককে আটক করেছে।

সুত্র জানায়,১০আগষ্ট সকাল সাড়ে ৯টারদিকে হ্নীলা হতে কক্সবাজারগামী সিএনজি (কক্সবাজার-থ-১১-২০৬৪)হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়ি সংলগ্ন এলাকায় পৌঁছলে হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁিড় আইসি এসআই জামাল হোসেন তল্লাশী চালিয়ে কাঠের ভেতরে অভিনব কায়দায় ফিটিং করা অবস্থায় ইয়াবা বড়িসহ হ্নীলা পশ্চিম সিকদার পাড়ার মৃত ফজল করিমের পুত্র মোঃ ফরিদ আলম (৪০)কে আটক করে। পরে গণনা করে ৩হাজার পিস ইয়াবা বড়ি পাওয়া যায়। ঘটনাস্থল হতে পালিয়ে যাওয়ায় হ্নীলা মোরা পাড়ার মৃত আবুল হোছনের পুত্র নুর আলমকে পলাতক আসামী করে মামলা দায়েরের পর ধৃত ইয়াবা পাচারকারী ও সিএনজি টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।