পরিবর্তন :
সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের প্রতিক্রিয়ায় প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার কড়া সমালোচনা করেছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। প্রধান বিচারপতিকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনি যা ভাবছেন এবং মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তির সঙ্গে কণ্ঠ মিলিয়ে যা বলছেন তা ঠিক নয়। বাংলার মানুষ জানে- আপনি শান্তি কমিটির সদস্য ছিলেন।’
জাতীয় শোক দিবস উপলক্ষে বুধবার ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের এক আলোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন।
প্রধান বিচারপতিকে উদ্দেশ করে তিনি আরো বলেন, ‘আপনি সাংবিধানিকভাবে নিয়োগ পেয়েছেন, আপনাকে সংবিধান মানতে হবে। আপনাকে সংসদ ও রাষ্ট্রপতিকে মানতে হবে। আপনাকে সংবিধান মেনে কাজ করতে হবে; আপনি সংবিধানের ঊর্ধ্বে নন।’
এসময় ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, বাংলাদেশ আর পাকিস্তান এক নয়। বাংলাদেশের মানুষ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে।
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ওই আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, কণ্ঠশিল্পী ও এমপি মমতাজ বেগম, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাত, মুজিবুর রহমান চৌধুরী, সম্পাদকমণ্ডলীর সদস্য আসাদুল হক আসাদ, কাজী আনিসুর রহমান প্রমুখ। ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট আলোচনা সভায় সভাপতিত্ব করেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।