প্রেস বিজ্ঞপ্তি :
কক্সবাজার পৌরসভার ১০নং ওয়ার্ডের কাউন্সিলর জাবেদ মো. কায়সার নোবেল কর্তৃক পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা ও গণমুখ থিয়েটারের সাধারণ সম্পাদক খোরশেদ আলম শারীরিক ভাবে লাঞ্জিত হওয়ার ঘটনায় জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় কক্সবাজার পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠিত এ সভার আয়োজন করে গণমুখ থিয়েটার।
গণমুখ থিয়েটারের সভাপতি সত্যপ্রিয় চৌধুরী দোলনের সভাপতিত্বে ও সহ সম্পাদক এড. শাহাদাত হোছাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক এবি ছিদ্দিক খোকন, কার্যকারী সদস্য এড. কাউছার আযম বাবু, রিদুয়ান আলী, জামাল হোসেন মনু, জয়নাব রহমান, গিয়াস উদ্দিন গিয়াস ও শাহদাত হোসেন শুভ প্রমূখ।
সভায় পৌরসভার ১০নং ওয়ার্ডের কাউন্সিলর জাবেদ মো. কায়সার নোবেলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়। অন্যথায় সকল সাংস্কৃতিক সংগঠনকে নিয়ে তীব্র আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন নেতৃবৃন্দ।
- মহেশখালী পৌরসভার কর্মকর্তা/ কর্মচারী এসোসিয়েশন
কক্সবাজার পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মোঃ খোরশেদ আলমের উপর পৌর কাউন্সিলর কতৃক শারিরিক ভাবে লাঞ্ছিত করায় মহেশখালী পৌরসভার কর্মকর্তা/ কর্মচারী এসোসিয়েশনের পক্ষ থেকে তীব্র নিন্দা জ্ঞাপন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।