চকরিয়া প্রতিনিধি:

চকরিয়া উপজেলা সরকারী হাসপাতাল বাউন্ডারী এলাকা থেকে গতকাল ৮ আগষ্ট সকাল ১০ টার দিকে চকরিয়া থানা পুলিশ অজ্ঞাতনামা একজন বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। হাসপাতালে বিভিন্ন দূরারোর্গ রোগীদের চিকিৎসা সেবা নিতে আসা যাওয়ার পথে একটি লাশ পড়ে থাকা দেখে হাসপাতাল কর্তৃপক্ষকে অবগত করেন। হাসপাতাল কর্তৃপক্ষ সরজমিনে গিয়ে ওই লাশটির খোঁজ খবর নিয়ে কোন সন্ধান না পাইলে চকরিয়া থানা পুলিশকে জানান। এরই প্রেক্ষিতে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বখতিয়ার উদ্দিনের নির্দেশে থানা পুলিশ লাশটি উদ্ধার করেন।