মোঃ শাহীন, টেকনাফ :
টেকনাফের সাবরাং ইউনিয়ন কচুবনিয়া এলাকা থেকে ১৯ হাজার ৪শ পিস ইয়াবা উদ্ধার করেছে (বিজিবি)। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানায় ।
২ বডার্র গার্ড ব্যাটলিয়ান অধিনায়ক লে. কণের্ল এস এম আরিফুল ইসলাম জানান, ভোর রাতে নাজির পাড়া বিওপি হাবিলদার নজরুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটিটহলদল গোপন সংবাদে কচুবনিয়া এলাকা দিয়ে একটি ইয়াবার চালান পাচারের খবরে সেখানে অবস্হান নেয়। এ সময় একটি মোটর সাইকেলে দুইজন আরোহী আসতেদেখে সংকেত দিলে মোটর সাইকেলের চালক দ্রুত ইউটার্ণ করে পালিয়ে যাওয়া কালে বিজিবি তাদের ধাওয়া করলে মোটর সাইকেল থেকে একটি প্লাস্টিকের ব্যাগ ফেলেপালিয়ে যাওয়ায় পাচারকারীরা কাউকে আটক করা সম্ভব হয়নি বল জানায়। বিজিবি পরে ফেলে যাওয়া ব্যাগটি উদ্ধার করে ১৯ হাজার ৪শ পিস ইয়াবা পায়।
উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ৫৮ লাখ ২০ হাজার টাকা বলে জানায়। উদ্ধার ইয়াবা সমূহ ব্যাটলিয়ান সদরে জমা রাখা হবে, পরবতীর্তে উদ্ধতন কতৃপর্ক্ষের অনুমতিসাপেক্ষে সংশ্লিষ্টদের উপস্হিতিতে ধ্বংস করা হবে বলে জানিয়েছেন।
টেকনাফে ১৯ হাজার ইয়াবা উদ্ধার
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে