মো. নুরুল করিম আরমান, লামা:
বান্দরবানের লামায় পুকুরের পানিতে ডুবে আবদুল্লাহ (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে লামা পৌরসভার ১নং ওয়ার্ড চাম্পাতলী গ্রামে এ ঘটনা ঘটে। আবদুল্লাহ চাম্পাতলী গ্রামের বাসিন্দা ও মসজিদের ইমাম মোহাম্মদের ছেলে।
সূত্র জানায়, খেলারছলে মঙ্গলবার দুপুর ২টার দিকে শিশু আবদুল্লাহ মসজিদের পাশের পুকুরে পড়ে যায়। অভিভাবকরা অনেকক্ষণ না দেখে খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানিতে তাকে ভাসতে দেখেন। পরে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক আবদুল্লাহকে মৃত ঘোষণা করেন।
লামা স্বাস্থ্যকেন্দ্রের দায়িত্বরত চিকিৎসক বিবি হাজেরা বলেন, শিশুটি স্বাস্থ্যকেন্দ্রে আনার আগেই মারা গেছে। অতিরিক্ত পানি পেটে প্রবেশ করায় এমনটি হয়েছে। প্রঙ্গত, মসজিদের ইমাম মোহাম্মদের আরেকটি শিশু গত বছর কক্সবাজারের চকরিয়া উপজেলাস্থ নানারর বাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে মারা যায়।
পুকুরের পানিতে পড়ে শিশু আবদুল্লাহর মৃত্যুর সত্যতা লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন নিশ্চিত করেন।
লামায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে