শফিক আজাদ, উখিয়া:
কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা যৌথ চেকপোষ্টে দায়িত্বরত বিজিবির সদস্যরা মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ২১৬০ পিস ইয়াবাসহ ১ জন পাচারকারীকে আটক করেছে। আটককৃতপাচারকারী উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের মধ্য হলদিয়া গ্রামের মো: জাকের হোসেনে ছেলে মোঃ আব্দুল মান্নান (১৮)। এসময় তার দেহ তল্লাশি করে ৯৩০ পিস ইয়াবা যার আনুমানিক মূল্য ৩লাখ টাকা। ২টি মোবাইল, মূল্য-১৩ হাজার টাকা এবং নগদ ১ হাজার টাকাসহ জব্দকৃত মালামাল ও ধৃত আসামীকে থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মঞ্জুরুল হাসান খাঁন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।