টাঙ্গাইলের ভূঞাপুরে কলেজছাত্র রাজন হত্যা মামলায় ১২ জনের মৃতুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার সকালে টাঙ্গাইলের বিশেষ জজ আদালতের বিচারক ওয়াহিদুজ্জামান শিকদার এ মামলার রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় আট আসামি আদালতে উপস্থিত ছিলেন। বাকি চার আসামি মামলার শুরু থেকেই পলাতক।
মামলার বিবরণে জানা যায়, জমি নিয়ে বিরোধের জেরে ২০১৪ সালের ১৩ এপ্রিল টাঙ্গাইলের ভূঞাপুরে ধনবাড়ি ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র রাজন সরকারকে কুপিয়ে হত্যা করা হয়। রাজনের বাবা লাল মিয়া সরকার ওই দিনই ১৯ জনকে আসামি করে ভূঞাপুর থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ ১২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করলে আদালত বিচার শুরু করেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।