শাহজালাল শাহেদ, চকরিয়া:
চকরিয়ায় উপজেলা কৃষি সম্প্রাসরণ অধিদপ্তরের উদ্যোগে ৩দিনব্যাপি ফলদ বৃক্ষ মেলা-২০১৭ মঙ্গলবার ৮ আগস্ট সকাল সাড়ে ১০টায় পুরাতন বিমানবন্দরস্থ বিজয় মঞ্চ প্রাঙ্গণে শুরু হয়েছে। মেলার শুরুতে এক বর্ণাঢ্য র্যালি প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিশাল এ র্যালিতে অতিথিবৃন্দসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
পরে মেলাস্থলে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ দিদারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ আতিক উল্লাহ।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা আহমদ কবির চৌধুরীর সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাফর আলম বি.এ (অনার্স) এম.এ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাফিয়া বেগম শম্পা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বুলবুল, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোহাম্মদ সাইফুর রহমান ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. কামরুজ্জামান।
এসময় চকরিয়া কোরক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মো. নুরুল আখের, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মনোরঞ্জন চৌধুরী, পৌরসভা ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, চকরিয়া পৌরসভা যুবলীগের সভাপতি হাসানগীর হোসাইনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান জাফর আলম তিন দিনব্যাপি ফলদ বৃক্ষ মেলার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করেন।
আলোচনা সভা শেষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চকরিয়া কর্তৃক খাটো জাতের নারিকেল সম্প্রসারণ কর্মসূচির আওতায় ভিয়েতনামি ওপি জাতের নারিকেল চারা বিতরণ করা হয়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।