সংবাদ বিজ্ঞপ্তি:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী, জাতীয় শোক দিবস ও শোকের মাস আগস্ট উপলক্ষে মাসব্যাপী কর্মসূচী গ্রহন করেছে কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগ শাখা। ২১ আগস্ট জননেত্রী শেখ হাসিনাকে হত্যার অপচেষ্টায় বর্বরোচিত গ্রেনেড হামলার ১৩তম বার্ষিকী উপলক্ষ্যে কর্মসূচী হাতে নেওয়া হয়েছে।
৮ই আগস্ট বঙ্গমাতা বেগম ফজিল্লাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে সকাল ১০টায় তার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন। ১৩ই আগস্ট কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে সকাল ১০টায় কলেজ চিত্রাংকন প্রতিযোগিতা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর স্ব-রচিত কবিতা আবৃত্তি প্রতিযোগিতা। ১৫ই আগস্ট কক্সবাজার ছাত্রলীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনিমিতকরন ও কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন, খতমে কোরআন ও দোয়া মাহফিল। ১৭ই আগস্ট সারাদেশে সিরিজ বোমা হামলার প্রতিবাদে সন্ত্রাস জঙ্গিবাদ বিরোধী দিবস পালন ও কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল। ২০ আগস্ট কলেজ ক্যাম্পাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের ভিত্তি প্রস্থর স্থাপন। ২৩ই আগস্ট ১৯৭৫ সালের ১৫ই আগস্ট সকল শহীদদের স্মরণে কলেজ ক্যাম্পাসে আলোচনা সভা, পুরস্কার বিতরন ও দুঃস্থদের মাঝে খাবার বিতরন। ২৫ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের উপর রচিত ডকুমেন্ট “পলাশী থেকে ধানমন্ডি” সহ বিভিন্ন আলোকচিত্র প্রদর্শন।
বর্তমান সভাপতি জাকের হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে বলেন, কক্সবাজার সরকারি কলেজ শাখা ছাত্রলীগের ইতিহাসে এই প্রথম আগস্ট মাসে এই ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছি। বঙ্গবন্ধুর আদর্শ নীতি কে আরো গতিশীল করার লক্ষ্যে ভবিষ্যতে আরো কাজ করে যাবো। ভবিষ্যতে আরো এগিয়ে নিয়ে যাবো কক্সবাজার সরকারি কলেজ শাখা ছাত্রলীগ কে।