মোঃ শাহীন,টেকনাফ :
টেকনাফে বিপুল পরিমানের অস্ত্র ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী ও রোহিঙ্গা ডাকাত আব্দুল হাকিমের দুই সহযোগীকে ফরিদ আলম (৩৫) ও শামশুল আলম (২৫) গ্রেপ্তার করেছে র্যাব-৭।
গতকাল সোমবার রাত ৮টায় টেকনাফ পৌরসভার পুরাতন পল্লানপাড়ায় এ অভিযানের র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের অধিনায়ক মেজর মো. রুহুল আমিন সত্যতা নিশ্চিত করেছেন ।
মেজর রুহুল আমিন বলেন, শীর্ষ সন্ত্রাসী ও রোহিঙ্গা চিহ্নিত ডাকাত আব্দুল হাকিম ওরফে হাকিম ডাকাতের দুই সহযোগী টেকনাফ পৌরসভার পুরাতন পল্লানপাড়ার একটি বাড়ীতে অবস্থান করছে, এমন তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল বিশেষ দল রাত আটটার দিকে অভিযান চালায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে বেশ কয়েকজন পালিয়ে গেলেও ধাওয়া করে দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এসময় তাদের ফেলে যাওয়া ১৭টি অস্ত্র ও ৪৪২ রাউন্ড গুলি উদ্ধার করা সম্ভব হয়েছে।
তিনি আরও বলেন, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে টেকনাফ থানায় ডাকাতি, হত্যা, অপহরণ, নারী নিযার্তন ও ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।