রামু প্রতিনিধি
কক্সবাজারের রামু উপজেলার চাকমারকুল মহাসড়ক ঘেঁষে অবস্থিত কলঘর ঐতিহ্যবাহী বাজারের উন্নয়ন কাজ পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলম। সোমবার (৭ আগস্ট) সকাল ১১ টার দিকে তিনি এ পরিদর্শনে যান। এ সময় তিনি ব্যবসায়ীদের সাথে মত বিনিময় করেন। পরিদর্শনকালে চাকমারকুলের চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার, জেলা যুবলীগ নেতা পলক বড়–য়া আপ্পু, উপজেলা এলজিউডির সহকারী প্রকৌশলী আলা উদ্দিন খান, যুবলীগ নেতা নবীউল হক আরকানসহ জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলম বলেন, বর্তমান সরকার মানুষ ও সমাজের উন্নয়নে কাজ করছে। আমরা মানুষের উন্নয়নের জন্য প্রতিটা ক্ষেত্রে কাজ করে যাচ্ছি। এ উন্নয়নের ধারাবাহিকতায় কলঘর বাজারকে ঢেলে সাজানো হবে। পাশাপাশি এলাকার মানুষের নিত্যদিনের কষ্ট লাঘব করতে বাজার উন্নয়নমূলক কাজ এবং পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নেয়া হবে। তিনি আরও বলেন, কলঘর বাজারের অসমাপ্ত উন্নয়ন কাজ পর্যায়ক্রমে শেষ করা হবে।