মোহাম্মদ হোসেন,হাটহাজারী:
চট্টগ্রামের হাটহাজারীতে ট্রাক চাপায় রুবেল বডুয়া(২০)নামে এক সিএনজি অটো-রিকসা যাত্রী নিহত হয়েছে। দুর্ঘটনায় আরো ২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার (৭আগষ্ট) বিকাল ৫টার দিকে চট্টগ্রাম হাটহাজারী-নাজিরহাট সড়কের ধলই চেয়ারম্যান ঘাটা এলাকায় এ ঘটে এ দুর্ঘটনা। নিহত রুবেল উপজেলার মির্জাপুর ইউনিয়নের মুহুরীহাট বটতল বডুয়া পাড়া এলাকার দুলাল বডুয়ার ছেলে।
হাটহাজারীতে ট্রাকচাপায় যুবক নিহত
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে