এম.এ আজিজ রাসেল :
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজি মোঃ আবদুর রহমান বলেছেন, গাছ আমাদের প্রকৃতি বন্ধু। গাছের কোন স্বার্থ নেই। গাছ শুধু দেয়। এর বিনিময় কিছুই গ্রহণ করে না। তাই সবুজময় প্রকৃতির দেশ গড়ে তুলতে বেশি বেশি গাছ লাগাতে হবে। এছাড়া পরিবেশ রক্ষার পাশাপাশি বৃক্ষ আমাদের দেশের সমৃদ্ধিও বহন করে। কিন্তু দুঃখজনক হলেও সত্য একসময়ের সবুজে ঘেরা দেশটি এখন দিনে দিনে বৃক্ষহীন হয়ে পড়ছে। এতে করে আমাদের দেশের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। মানুষ আক্রান্ত হচ্ছে নানাবিধ রোগে। এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে আমাদের বৃক্ষ রোপণ করতে হবে। আমরা যদি সবাই একটি করে গাছ লাগাই, তাহলে আমরা ফিরে পাবো সেই সবুজে ঘেরা মনোরম প্রকৃতির বাংলাদেশকে। ৭ আগষ্ট সোমবার বিকালে বাইপাস সড়কস্থ উত্তরণ মডেল স্কুল এন্ড কলেজ ক্যাম্পাস প্রাঙ্গণে কালের কণ্ঠের শুভ সংঘের সহযোগিতা ও উত্তরণ গৃহায়ন সমবায় সমিতি আয়োজিত বৃক্ষরোপণ সপ্তাহ-২০১৭ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। তিনি আরো বলেন, সবুজময় প্রকৃতির অনন্য উদাহরণ উত্তরণ গৃহায়ন সমবায় সমিতির এই এলাকা। এখানকার এতো সুন্দর মনোরম পরিবেশ না আসলে হয়তো বুঝতেই পারতাম না। তিনি বৃক্ষরোপণ সপ্তাহ উপলক্ষে স্কুলের ছাত্রছাত্রীদের জেলা প্রশাসনের পক্ষ থেকে ৪শ’ চারা গাছ দেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
উত্তরণ গৃহায়ন সমবায় সমিতি লিঃ এর সভাপতি জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সভাপতিত্বে বৃক্ষরোপণ সপ্তাহর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক শিক্ষাবিদ আলহাজ্ব এস,এম সিরাজুল ইসলাম, সমিতির প্রতিষ্ঠাতা সদস্য সিনিয়র সাংবাদিক দৈনিক কালের কণ্ঠের স্টাফ রিপোর্টার তোফাইল আহমদ ও সমিতির সম্পাদক ফরিদ আহমদ। অনুষ্ঠানে বক্তারা বলেন, বৃক্ষনিধনের মাধ্যমে মানুষ যেখানে প্রতিনিয়ত পরিবেশের সুরক্ষা নষ্ট করছে। সেখানে উত্তরণ গৃহায়ন সমবায় সমিতি গড়ে তুলছে সবুজের মহা সমারোহ। বর্তমানে এই এলাকায় আড়াই লাখ বিভিন্ন ফলজ ও বনজ গাছ রয়েছে। তাই প্রয়োজনীয় বৃক্ষরোপণের মাধ্যমে আমরা জলবায়ু নিয়ন্ত্রণ, জল ও স্থলভাগের ভারসাম্য রক্ষা, সর্বোপরি বসবাসের উপযোগী সবুজ পরিবেশ তৈরিতে ভূমিকা রাখতে পারবো। সমিতির কর্মকর্তা দেলোয়ার হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য মুক্তিযোদ্ধা এস, এম কামাল উদ্দিন, এস,এম নজরুল ইসলাম, আলহাজ্ব গিয়াস উদ্দিন মাওলানা শফিউল আলম শফি, উত্তরণ স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক নাসির উদ্দিন, শুভ সংঘের সভাপতি রাজিব দেব দাশ ও সাধারণ সম্পাদক আরাফাত সাইফুল। সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযানে মোট ৫০ হাজার বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছ লাগানো হবে। বৃক্ষরোপণে পর্যায়ক্রমে অংশ নিবে প্রথম আলো বন্ধু সভা, দৈনিক সমকালের সহৃদ সমাবেশ, ইউনিয়ন ব্যাংক, শহর সমাজ উন্নয়ন প্রকল্প পরিষদ, ঝিনুক মেলা খেলাঘর আসর, বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমীর স্টুডেন্ট কেবিনেট ও উত্তরণ মডেল স্কুল এন্ড কলেজের স্টুডেন্ট কেবিনেট।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।