বান্দরবান প্রতিনিধি
বান্দরবানের লামা উপজেলার পোপা হেডম্যান পাড়ায় বাঙ্গালী কাঠুরিয়াদের উপর উপজাতীয় সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে বান্দরবানের মানববন্ধন অনুষ্টিত হয়েছে । সোমবার সকালে প্রেসক্লাবের সামনে পার্বত্য নাগরিক পরিষদ ও বাঙ্গালী ছাত্র পরিষদের আয়োজনে এই মানববন্ধন অনুষ্টিত হয়।এই সময় ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে বিভিন্ন শ্রেণী পেশার জনতা অংশ নেয়। মানববন্ধনে বক্তব্য রাখেন পার্বত্য নাগরিক পরিষদের সভাপতি আতিকুর রহমান,পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের সাবেক সভাপতি মো: কামরান ফারুক, পার্বত্য নাগরিক পরিষদের যুগ্ন সম্পাদক মো:সোলেমানসহ সংগঠনটির বিভিন্ন স্তরেরর নেতাকর্মীরা।
মানববন্ধনে বক্তারা বলেন সম্প্রতি বান্দরবানের লামা উপজেলার পোপা হেডম্যান পাড়ায় বাঙ্গালী কাঠুরিয়াদের উপর উপজাতীয় সন্ত্রাসীদের হামলার তীব্র প্রতিবাদ জানান এবং অবিলম্বে দোষী ব্যাক্তিদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এসময় মানববন্ধনে বক্তারা লামা উপজেলা থেকে দুর্গম থানচি উপজেলা পর্যন্ত সেনাবাহিনীর স্থায়ী ক্যাম্প স্থাপন ও র্যাবের সন্ত্রাস দমন অভিযান পরিচালনা করার আহবান জানান।
মানববন্ধনে শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে একটি স্মারকলিপি প্রদান করেন পার্বত্য নাগরিক পরিষদের নেতাকর্মীরা।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।