জাহেদুল ইসলাম, লোহাগাড়া:
লোহাগাড়া উপজেলার পদুয়া আলী সিকদার পাড়ার আবুল হোসেনের কন্যা আইরিনের বাল্য বিবাহ ৬ আগষ্ট বন্ধ করে দিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মাহাবুব আলম। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে ১৮ বছরের আগে বিয়ে না দেওয়ার অঙ্গিকার পত্রে স্বাক্ষর বরের বাড়ি সাতকানিয়ায় যাওয়ার পথে রবিবার রাত সাড়ে ১১টায় পদুয়া নয়া পাড়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মোটরসাইকেল নিয়ে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় কনের বাবা আবুল হোসেন (৫০) (প্রকশ আবুল হোসেন মিকার) নিহত হয়েছেন।তিনি ২ ছেলে ও ২ কন্য সন্তানের জনক। এতে তার ভাই আমির হোসেনসহ ২ জন গুরুতর আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। মরহুমের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জানা যায়, আলী সিকদার পাড়ার জনৈক আবুল হোসেন মিকারের কন্যা জন্নাতুল ফেরদৌস আইরীন (১৬) এর সাথে সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের মোঃ ইউসুফের বিদেশ ফেরত পুত্র আবদুর রহিম (৩২) এর বিয়ের দিন ধার্য্য ছিল। এ খবর গোপন সংবাদের ভিত্তিতে ইউএনও জানতে পারেন। তিনি তাৎক্ষণিকভাবে কমিউনিটি সেন্টারে পুলিশ নিয়ে গিয়ে ২ জনকে আটক করে বিয়ে বন্ধের কার্যক্রম গ্রহণ করেন। আইরিন পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।