মোঃ রেজাউল করিম, ঈদগাঁও:

ইসলামপুরের বহুল আলোচিত শ্রমিক নেতা তারেক হাসনাত পেয়ারু গ্রেফতার হয়েছে। ঈদগাঁও তদন্ত কেন্দ্র পুলিশ ৫ আগস্ট রাতে তাকে খাঁনঘোনা থেকে আটক করে।

তথ্যের সত্যতা নিশ্চিত করে তদন্ত কেন্দ্র এএসআই মো. শাহজালাল বলেন, তিনিও তদন্ত কেন্দ্রের নবাগত এএসআই লিটনুর রহমান জয় গোপন সংবাদের ভিত্তিতে ঐদিন রাত সাড়ে ১০ টায় শিল্প এলাকা ইসলামপুর খাঁনঘোনাস্থ বাড়ী থেকে তাকে আটক করেন। গ্রেফতার পেয়ারু ঐ এলাকার মৃত বদিউল আলম প্রকাশ বদু দালালের পুত্র।

অভিযানকারী পুলিশ কর্মকর্তা আরো জানান, আটক ব্যক্তি ২০১৪ সালে কক্সবাজার সদর মডেল থানায় দায়েরকৃত ডাকাতি চেষ্টা, মারামারি ও অস্ত্র আইনে দায়েরকৃত মামলার পরোয়ানাভূক্ত আসামী। সে ইসলামপুর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক। ইতিপূর্বেও সে জেলে গিয়েছিল।