শেফাইল উদ্দিন, ঈদগাও :
কক্সবাজার সদর উপজেলার ইসলামপুরে প্রভাবশালীদের ইন্ধনে জবর দখল চেষ্টা ও হামলার ঘটনা ঘটেছে। এতে এক যুবক গুরুতর আহত হয়েছে। ৬ আগষ্ট দুপুর ১২টার দিকে ইউনিয়নের পূর্ব নাপিতখালী ভিলেজার পাড়া সামাজিক বনায়ন এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, ইসলামপুর পূর্ব নাপিতখালী এলাকার মৃত সুলতান আহমদের পুত্র এজাহার মিয়ার মালিাকানাধীন ২০০৫-০৬ সালে সামাজিক বনায়নের প্লটটির উপর লোলুপ দৃষ্টি পড়ে এলাকার প্রভাবশালী জবর দখলকারী চক্রের। সম্প্রতি এলাকার লোকজনের অগোচরে জবর দখলকারী চক্র টিনের একটি বাসা নির্মাণ করে উক্ত প্লটে। মালিক পক্ষ ঘটনার দিন দেখতে পেয়ে টিনের বাসাটি ভেঙ্গে ফেলে এবং তার সামাজিক বনায়নের প্লটে বাসা কে নির্মাণ করেছে পাশর্^বর্তী লোকজনের কাছ থেকে জানতে চায়। তখন উক্ত চক্র খবর পেয়ে স্থানীয় প্রভাবশালী চক্রের ইন্ধনে মনজুর ড্রাইভারের নেতৃত্বে ৭/৮ জন সশস্ত্র বাহিনী মালিক পক্ষের সিরাজুল ইসলামের উপর হামলা চালায়। হামলার পর উক্ত চক্র তাকে ধরে নিয়ে গিয়ে বিচার বৈঠকের কথা বলে ইউনিয়নের বটতল এলাকায় নিয়ে আবারো হামলা ও মারধর করে। তাকে লোকজন উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করে। এ ঘটনায় এলাকার লোকজনের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। ভূক্তভোগী মালিক পক্ষ ভূমিগ্রাসীদের হাত থেকে সামাজিক বনায়নের প্লটটি রক্ষা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন। আহত সিরাজুল ইসলাম জানান, স্থানীয় চেয়ারম্যানের আত্মীয় মনজুর ড্রাইভারের নেতৃত্বে রাজু, জসিম ও জয়নালসহ আরো কয়েকজন তার উপর ২ দফা উপর্যুপরী হামলা চালায় এবং এরা সামাজিক বনায়নের প্লটটি জবর দখলের চেষ্টা করে। স্থানীয় চেয়ারম্যান আবুল কালামের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভূক্তভোগীরা উক্ত ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।