রামুতে সন্ত্রাসী হামলায় গৃহবধূসহ আহত ৪

আব্দুল মালেক সিকদার, রামু

রামুতে টিউবওয়েলের পানি আনতে গিয়ে সন্ত্রাসীরা জিম্মি করে রাখে এক গৃহবধূকে। খবর পেয়ে পরিবারের লোকজন উদ্ধার করতে গেলে তাদেরকেও মারধর করে গুরুতর আহত করে সন্ত্রাসীরা। এ ঘটনায় গৃহবধূসহ ৪ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে ৪ আগষ্ট দুপুর ১টার দিকে রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের লট উখিয়ারঘোনা জাদিমুরা এলাকায়।

এ ঘটনায় আহত হয়েছেন গৃহবধূর স্বামী নুরুল আমিন, ভাশুর নুরুল আলম, দেবর নুরুল হাকিম ও ভাশুরের মেয়ে মর্জিনা আক্তার। এলাকার লোকজন তাদেরকে উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ব্যাপারে গৃহবধূ জুবাইয়া আক্তার বাদী হয়ে একই এলাকার নুরুল ইসলামের ছেলে রফিক, ছৈয়দ আহাম্মদের ছেলে কোরবান আলী ওরফে বার্মাইয়া কোরবান, ছৈয়দ আহাম্মদের ছেলে জাফর আলম, জাফর আলমের ছেলে নুরুল আলমকে অভিযুক্ত করে রামু থানায় এজাহার দায়ের করেছে।

জানা গেছে, গত ২২ জুলাই নুরুল ইসলামের ছেলে রফিক গৃহবধূ জুবাইরা আক্তারের বাড়ি থেকে মোবাইল, নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। রফিকের হাতে মোবাইল পাওয়া গেছে খবর পেলে স্থানীয় মেম্বার বদরুদ্দোজা মোবাইলটি উদ্ধার করে ঘটনা মিমাংসা করে দেন। এ ঘটনার রেশ ধরেই তাদের উপর হামলা করেছে বলে গৃহবধূ জুবাইরা অভিযোগ করেন।