জহির খন্দকার:
রামু উপজেলার ঈদগড়-ঈদগাওঁ-বাইশারী সড়কে লোকসানের কারনে হিল লাইন সার্ভিসের বাস চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।হিল লাইন সার্ভিসের ম্যানেজার মো:ইউছুপ এই তথ্য নিশ্চিত করেছে।
অাজ সকাল ৮ টা থেকে অানুস্টানিক ভাবে ঈদগড়-ঈদগাওঁ-বাইশারী সড়কে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়।এই ব্যাপারে তিনি জানান , সম্প্রতি বন্যায় ঈদগড়-ঈদগাও সড়কের কয়েক জায়গায় ভাঙ্গনের কারনে ১২ টি বাস গত ২ সপ্তাহ পুর্ব হতে চলাচল বন্ধ রয়েছে। ৮ টি বাস এত দিন চলাচল করছিল। হিল লাইন সার্ভিসের স্টাপের বেতন দৈনিক ১২০০/-শত টাকা। দুই ঢালায় পুলিশ ডিউটির গাড়ীর খরচ দৈনিক ১৬০০/- শত টাকা। অথচ ৭ টি বাস থেকে উয়েবিলের টাকা অাসে মাত্র ১২০০/- টাকা। প্রতি দিন খরচ হচ্ছে ২৮০০/-শত টাকা অায় হয় মাত্র ১২০০/- শত টাকা। প্রতি দিন লোকসান হচ্ছে ১৬০০/-শত টাকা।দৈনিক এত লোকসান হলে মাসিক লোকসানের পরিমান দাড়াঁয় ৪৮০০০/- হাজার টাকা।তাই বাধ্য হয়ে অামরা হিল লাইন সার্ভিসের সকল বাস চলাচল বন্দ করে দিয়েছি। তিনি অারো জানান যদি ঈদগড়-ঈদগাওঁ সড়ক মেরামত করে সরাসরি বাস চলাচলের উপযোগি করা হয়। তখন হিল লাইন সার্ভিসের বাস চলাচল পুনরায় শুরু হবে।এ দিকে হিল লাইন সার্ভিসের বাস চলাচল বন্দ করে দেওয়ায় চরম দুর্ভোগে পড়েছে সাধারন যাত্রীরা।
এলাকাবাসী ঈদগড়-ঈদগাও সড়কের ভাঙ্গনকবলিত অংশ মেরামত করে বাস চলাচলের উপযোগী করার জোর দাবী জানান।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।