খালেদ হোসেন টাপু, রামু:
রামু উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (৬ আগষ্ট) উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

রামু উপজেলা নির্বাহী অফিসার মো: শাহজাহান আলির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন রামু উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলম। তিনি বলেন, আমরা জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী। তাঁর স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। তাই সবাইকে যার যার অবস্থান থেকে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি জাতীয় শোক দিবসের কর্মসূচি সঠিক এবং সুন্দরভাবে সম্পূর্ণ করতে সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানান।

সভায় বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান আলী হোসেন কোম্পানী, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াছমিন, উপজেলা সহকারি সহকারি কমিশনার ভূমি মোঃ নিকারুজ্জমান, উপজেলা প্রকৌশলী এলজিইডি মোঃ জাকির হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন ইসলাম, রামু রাবার বাগানের ম্যানেজার মোঃ ওয়াহিদুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার মাহফুজুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার জসীম উদ্দিন মোঃ ইউসুফ, উপজেলা শিক্ষা কর্মকর্তা আঞ্জুমান আরা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা আবু মাসুদ ছিদ্দিকী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, উপজেলা স্বাস্থ’্য ও পঃ পঃ কর্মর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ রাজেদ আল হাসান, ফতেখাঁরকুল চেয়ারম্যান ফরিদুল আলম, চাকমারকুল চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার, মুক্তিযোদ্ধা রনধির বড়–য়া, উপজেলা আবাসিক প্রকৌশলী মোঃ বেলাল উদ্দিন, রামু সার্বজনীন কেন্দ্রীয় কালী মন্দিরের প্রধান পুরোহিত সজল ব্রাহ্মন চৌধুরী, জোয়ারিয়ানালা এইচ এম সাঁিচ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক সিকদার, কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিশোর বড়য়া, রামু থানার এস আই আবুল কালাম আজাদ, জারাইলতলি উচ্চ বিদ্যারয়ের প্রধান শিক্ষক মোঃ হোসাইনুল ইসলাম,রামু খিজারী বার্মিজ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমন বড়–য়া, নাদেরুজ্জমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমিজ আহমদ, বাঁকখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ নজরুল ইসলাম, আলহাজ্ব ফজল আম্বিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ নুরুল আজিম, কচ্ছপিয়া চেয়ারম্যান আবু ইসমাঈল মোঃ নোমান, রামু উচ্চ বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এম জয়নাল আবেদীন, কলঘর আবু বক্কর ছিদ্দিক বালিকা মাদ্রাসার সুপার মওলানা শরিফুল হক, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুবীর বড়–য়া, মন্ডল পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ ন ম আজগর হোসাইন, সাংবাদিক নীতিশ বড়–য়া ও খালেদ হোসেন টাপু, পল্লী উন্নয়ন কর্মকর্তা ইয়াছিন আরফাত, উপজেলা সহকারী প্রকৌশলী মোঃ আলা উদ্দিন খান, আনসার ভিডিপি কর্মকর্তা ফরিদুল আলম, মৎস্য অধিদপ্তরের ক্ষেত্র সহকারী হোসাইন মাহমুদ আসাদ, টেক্সটাইল ভোকেশনাল ইনষ্টিটিউটের প্রতিনিধি বিশ্বজিৎ দাশ, রহমানিয়া মাদ্রাসার ক্রীড়া শিক্ষক আবদুল্লাহ জামান, চৌমুহনী বনিক সমিতির সদস্য আজিজুল হক, প্রমুখ।

সভায় সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, আধা-সরকারি, সায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বে-সরকারির ভবনগুলিতে জাতীয় পতাকা অর্ধনমিত করণ, সকল সরকারি ও বেসকারি কর্মকর্তা/ কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সকল শ্রেণীর পেশার জনগণের অশংগ্রহনে উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে একটি শোক র‌্যালী প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন, জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা, সকল মসজিদে মোনাজাত ও দোয়া মাহফিল এবং মন্দির, গির্জা ও প্যাগোডাতে প্রার্থনা, মসজিদ ভিত্তিক শিশু ও গনশিক্ষা কেন্দ্রে আলোচনা সভা ও দোয়া মাহফিল, রচনা প্রতিযোগিতা, সকল শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা ও চিত্রাংকনসহ বিভিন্ন প্রতিযোগিতা, বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপরে প্রামাণ্য চিত্রের প্রদর্শন ইত্যাদি কর্মসূচি গৃহিত হয়।