লবন, চিংড়ী ও মৎস্য উৎপাদন অঞ্চল কক্সবাজার সদর উপজেলার পোকখালী ইউনিয়নের গোমাতলীকে অস্তিতে¦র সংকট থেকে রক্ষা করতে হবে। গোমাতলী মহেশখালী সমুদ্র গর্ভে বিলীন হয়ে গেলে সমুদ্রের আঘাত এসে পড়বে লবন- মৎস্য শিল্পের ওপর। সুতরাং জাতীয় স্বার্থে গোমাতলীকে রক্ষা করুন। অন্যথায় দেশের বিশেষ অর্থনৈতিক জোন খ্যাত গোমাতলী চরম হুমকির মধ্যে পড়বে। মাত্র ১০ বর্গমাইলের গোমাতলী মহেষখালী সমুদ্রের অব্যাহত বেড়িবাঁধ ভাঙ্গনের কারণে আজ ৬ বর্গমাইলে এসে দাঁড়িয়েছে। বিভিন্ন সময়ে কোটি কোটি টাকার বরাদ্দ দেওয়া হলেও অসাধু কর্মকর্তা ও দূর্নীতিবাজদের কারণে গোমাতলী আজ বিরাণভূমিতে পরিণত হয়েছে। অতীতের লুটপাটের সুষ্ট তদন্ত পূর্বক দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন।
গোমাতলীর সর্বস্তরের জনগণের দীর্ঘ দিনের একটা জোরালো দাবী হচ্ছে পোকখালী ইউনিয়নের গোমাতলীর বিভিন্ন স্থানে স্থায়ী ও টেকসই বেড়ীবাঁধ নির্মাণ করা। টেকসই বেড়ীবাঁধ নির্মাণের দাবীতে গণদাবী তুলার জন্য গোমাতলী সমবায় কৃষিও মোহাজের উপনিবেশ সমিতির পক্ষ থেকে আমি সকলকে আহবান জানাচ্ছি। সেলিম উদ্দীন (সাংবাদিক) সভাপতি, গোমাতলী সমবায় কৃষিও মোহাজের উপনিবেশ সমিতি,পোকখালী,সদর কক্সবাজার।
০৬ আগষ্ট ২০১৭
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।