সিবিএন:
কক্সবাজার শহরের পেশকারপাড়া মসজিদ সংলগ্ন একটি কলোনীতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ৩ মহিলা আহত হয়েছে। তাদের অজ্ঞান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায় স্থানীয়রা।
আহতদের মধ্যে একজনের নাম রাশেদা বেগম। বাকীদের পরিচয় জানা যায়নি।
তবে, তারা সবাই ভাড়াটিয়া বলে এলাকাবাসী সিবিএনকে জানায়।
শনিবার দিবাগত রাত ১০টার দিকে ওই এলাকার রহমান কলোনীতে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। তবে, ঘটনাস্থলে ঢুকার পথ খুব সরু ও ছোট হওয়ায় বিড়ম্বনার শিকার হতে হয়েছে ফায়ার সাভিস কর্মীদের।
এলাকাবাসীর বরাত দিয়ে ঘটনাস্থল থেকে সাংবাদিক জাহেদুল ইসলাম সিবিএনকে জানান, টিনশেড ওই কলোনীতে ৪টি ভাড়াটিয়া ঘর রয়েছে। সেখানে মুকতার আহমদ, সুইটি ও রাশেদা বেগম নামে তিনজন ভাড়াটিয়া পরিবার আরেকটি ঘর মীম টেইলার্সের গোডা্উন। আগুনে পুরো কলোনিই পুড়ে গেছে।
ভাড়াটিয়া রাশেদা বেগমের মেয়ে রমজান আকতার জানায়, রাতের খাবারে পর সে ঘুমিয়ে যায়। এলাকাবাসীর হৈ চৈ শুনে ঘুম থেকে ওঠে দেখে বাড়ীতে আগুন। এরপর ঘর থেকে বেরিয়ে যায়।
অপর ভাড়াটিয়া সুইটি জানায়, রাশেদা বেগমের বাড়ী বৈদ্যঘোনায়।সে বাসা ভাড়া নিয়ে গৃহস্থালী কাজ করে। অসতর্কতা বশতঃ তার বাসা থেকে আগুনের সুত্রপাত হয়।
কক্সবাজার ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার মো. আবদুল মালেক জানান, খবর পাওয়ার সাথে সাথে তারা ঘটনাস্থলে পৌঁছে। কিন্তু পথ দিয়ে ঘটনাস্থলে ঢুকার সুযোগ পাওয়া যাচ্ছিলনা। দূর থেকে আগুন নির্বাপন করতে হয়েছে। এরপরও আগুন নিয়ন্ত্রনে আসে।
ছবি: সাফওয়ান আল আজিজ।