বিদেশ ডেস্ক:
ইমরান খানের বিরুদ্ধে ওঠা যৌন নিপীড়নের অভিযোগ তদন্তে বিশেষ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের পার্লামেন্ট। ইমরানের দলের সাবেক নেত্রী আয়েশা গুলালাইয়ের ওই অভিযোগকে ‘গুজব’ আখ্যা দিয়ে ইমরান শুক্রবার দাবি করেন, এর নেপথ্যে নওয়াজ শরিফ পরিবারের হাত রয়েছে। শনিবার শপথ নেওয়ার পরপরই অন্তবর্তী প্রধানমন্ত্রী শাহীদ আব্বাসি তদন্তের মধ্য দিয়ে বিষয়টির সুরাহার প্রস্তাব দিলে এতে সম্মত হয় জাতীয় পরিষদ।
মঙ্গলবার ইমরান ছাড়াও পিটিআই-এর অন্য নেতাদের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তোলেন ওই দলের সাবেক নেত্রী আয়েশা গুলালাই । দুই দিন চুপ থেকে বৃহস্পতিবার নীরবতা ভাঙেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও পিটিআই (পাকিস্তান তেহরিক ই ইনসাফ) নেতা। অভিযোগকে নওয়াজের পরিবার থেকে ছড়ানো গুজব আখ্যা দেওয়ার একদিনের মাথায় ইমরানের বিরুদ্ধে তদন্তের সিদ্ধান্ত জানা গেল।
প্রধানমন্ত্রী শহিদ খাকান আব্বাসি তাঁর মন্ত্রিসভার শপথগ্রহণের পরপরই পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও দেশটির ক্রিকেট দলের সাবেক দলনেতা ইমরান খানের বিরুদ্ধে আনা অভিযোগ তদন্তে একটি বিশেষ কমিটি গঠন করতে বলেন। তিনি বলেন, তদন্ত শেষে ওই কমিটি জাতীয় পরিষদে প্রতিবেদন দাখিল করবে, যাতে ‘বিষয়টির একটি সুরাহা হয়’।
আব্বাসি আরও বলেন, পিটিআইপ্রধান ও গুলালাই উভয়ই শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, তাই ওই অভিযোগ তদন্তে বিশেষ কমিটি গঠন করা উচিত। ডনের খবরে বলা হয়েছে, জাতীয় পরিষদ পরে প্রধানমন্ত্রীর ওই প্রস্তাব পাস করে এবং কমিটিকে এক মাসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়া নির্দেশ দেয়।
গুলালাইয়ের অভিযোগ, ইমরান ও দলের অন্য নেতারা নারী কর্মীদের ফোনে যৌন নিপীড়নমূলক শব্দ ব্যবহার করে টেক্সট পাঠাতেন। তিনি আরও অভিযোগ করেছেন, ইমরান খান দলের নারী নেত্রীদের অমর্যাদা করতেন। ইমরানকে ‘চরিত্রহীন’ বলেও অভিহিত করেন তিনি। অভিযোগ নাকচ করে দিয়ে পিটিআই বলছে আসন্ন সাধারণ নির্বাচনে টিকেট না পাওয়ায় মিথ্যা রটনার আশ্রয় নিচ্ছেন আয়েশা গুলালাই।
টুইটারে নিজের বিক্ষোভ সংক্রান্ত প্রচারণা করতে গিয়ে ইমরান বলেন, নওয়াজের মুসলিম লীগ তাকে ‘অযোগ্য’ বানানো এবং তার বিরদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলে ব্যর্থ হয়েছে। এরপর তারা যা তা করছে।
পরে এক সাক্ষাৎকারে তিনি বলেন, নিজেদের দুর্নীতি আড়াল করতেই এসব করছে নওয়াজ পরিবার।
অভিযোগ উত্থাপনের একদিনের মাথায় দল থেকে বহিষ্কার করা হয় এমএনএ আয়েশা গুলালাইকে। একই সঙ্গে দেশটির জাতীয় পরিষদের আসন থেকে গুলালাইকে পদত্যাগ করতে বলা হয়। গুলালাইকে দেওয়া কারণ দর্শানোর নোটিশে দলটির পক্ষ থেকে বলা হয়েছে, পিটিআইয়ের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড ও আচরণ করেছেন তিনি। দলের প্রধানের বিরুদ্ধে ভিত্তিহীন ও গুরুতর অভিযোগ তুলেছেন। দল মনোনীত প্রধানমন্ত্রী প্রার্থীকে ভোট দেওয়া থেকেও বিরত থেকেছেন গুলালাই।
এরআগে ইমরান খানকে অযোগ্য ঘোষণার জন্য পাঞ্জাবের বিধানসভায় এক প্রস্তাব উত্থাপপন করেছেন পিএমএল-এন নেত্রী হিনা পারভেজ।