হাফিজুল ইসলাম চৌধুরী :
রামুর কচ্ছপিয়া ইউনিয়ন তাঁতীলীগের সহসভাপতি হাবিবউল হাসান সন্ত্রাসী হামলায় গুরুত্বর আহত হয়েছে। শুক্রবার (৪আগষ্ট) জুমার নামাজ শেষে নতুনপাড়া বায়তুল আমান জামে মসজিদস্থ আবু শাহমার দোকানের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, সন্ত্রাসীরা হাবিবের ওপর অতর্কিত অবস্থায় লাটি নিয়ে হামলা চালায়। এতে সে গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যান। পরে লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। বর্তমানে হাবিব কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। হাসপাতাল সূত্র জানায়, সে মাথা ও দাঁতে প্রচন্ড আঘাত পেয়েছে।
গর্জনিয়া পুলিশ ফাড়ীঁর উপপরিদর্শক (এসআই) আহসান হাবিব বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হামলার সঙ্গে স্থানীয় শহিদুল্লাহ, আরফাত উল্লাহ, রিয়াদ উল্লাহ ও শাহ আলম জড়িত বলে তথ্য পেয়েছেন। তারা কার ইন্দনে এ হামলা চালিয়েছে সেটাও তদন্ত করা হচ্ছে। মামলা হলেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।