শাহিদ মোস্তফা শাহিদ, কক্সবাজার সদর:
ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের বিশেষ অভিযানে ফের ৬ মাসের সাজাপ্রাপ্ত আরেক আসামীকে গ্রেফতার করেছে। ৩ আগষ্ট রাত ৯টায় ইসলামাবাদ ইউনিয়নের গজালিয়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আলী আহমদ পশ্চিম গজালিয়ার সোলাইমানের পুত্র বলে জানা গেছে। তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ খায়রুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তদন্ত কেন্দ্রের এএসআই মহিউদ্দীন সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। তার বিরুদ্ধে বন ৫০৩/০২ মামলার ৬ মাসের সাজা পরোয়ানা ছিল।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।